জনগণের মাঝে ভূমি সেবা, অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন ঠাকুরগাঁও।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি সেবা ও ভূমি উন্নয়ন কর বিষয়ে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম সাংবাদিকদের প্রেস ব্রিফিং দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নূর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, জেলা প্রেস ক্লাবের সহ সভাপতি মজিবর রহমান শেখ সহ সকল প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক সেলিম বলেন, বর্তমান সরকার সুশাসন নিশ্চিত করণের লক্ষ্যে ভূমি সংক্রান্ত দ্বন্দ নিরসনের জন্য নানা কর্মসূচী গ্রহণ করেছেন।

তিনি বলেন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় ভূমি বিষয়ে সেবা প্রদানের জন্য সেবা কেন্দ্র চালু করা হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন আগামী ১০-১৬ এপ্রিল পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলার আয়োজন করা হবে। এখানে ভূমি সংক্রান্ত সকল ধরনের সেবা প্রদান করা হবে বলে জানান তিনি।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।