শনিবার ঠাকুরগাঁওয়ে ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা করেছে স্বেচ্ছাসেবক লীগ। ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বর থেকে শহরের বিভিন্ন সড়কে দীর্ঘ সাড়ে ৪ কিলোমিটার সড়কজুড়েই দলটির বর্ণাঢ্য শোভাযাত্রায় নেমেছিল মানুষের ঢল। পুরো পথই পরিণত হয়েছিল জনতরঙ্গে।
অন্যান্য বছরের তুলনায় এ বছর ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রার চিত্র ছিল ভিন্ন।
আয়োজক ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ হলেও পুরো আওয়ামী পরিবারের মিলনমেলায় পরিণত হয়েছিল সুবিশাল এই শোভাযাত্রাটি। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেক ইউটিনের নেতাকর্মীসহ অসংখ্য সাধারণ মানুষকে সুদীর্ঘ এই শোভাযাত্রাটি তে অংশ নিতে দেখা যায়।
দুপুর ১২টায় জেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি শহরের দীর্ঘপথ অতিক্রম করে একই জায়গায় এসে শেষ হয়। জেলা পরিষদ চত্বর থেকে তাঁতিপাড়া, কালিবাড়ি, শহীদ মোহাম্মদ আলী সড়ক, চৌরাস্তা, হলপাড়া, স্বর্ণকারপট্টি, নরেশ চৌহান সড়ক, ঘোষপাড়া, বঙ্গবন্ধু সড়ক এই পুরো সড়ক পথই যেন একটি মিছিলে পরিণত হয়েছিল।
প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালিতে রং-বেরঙের বেলুন, ব্যানার, ফেস্টুনসহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ব্যান্ডের তালে তালে কয়েক হাজার নেতাকর্মী ও আপামর জনতা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।