ঠাকুরগাঁও জেলার মোহাম্মদ আলী নামে ১ ব্যক্তিকে হত্যার দায়ে জাহেরুল ইসলাম নামে ১ ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম করাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
রবিবার ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত দায়রা জজ বিএম তারিকুল কবীর উপরোক্ত রায় প্রদান করেন।
দন্ডিত আসামি হলেন, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মেদেনী সাগর গ্রামের আবু তাহের ওরফে ডিগরার ছেলে। এছাড়া আসামি আলম, তাজউদ্দীন, আবু তাহের ডিকরা, মহসিনা বেগম, মুক্তা বেগম, সেলিনা বেগম, রেহেনা বেগম, জাহেরা বেগম ও মহসিনগণের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মাত্র ৪ শতক জমি বিক্রি করা নিয়ে নিহত মোহাম্মদ আলীর (৩৯) পরিবারের সঙ্গে আসামি পক্ষের বিরোধ চলে আসছিল। উক্ত শত্রুতার জের ধরে ২০০৩ সালের ২৬ অক্টোবর বেলা ২টার সময় নিহত মোহাম্মদ আলী রোপা ধান ক্ষেতে পানি সেচ দিয়ে বাড়ি ফিরছিলো। পথে আবু তাহেরের বাড়ির কাছে পৌঁছুলে দন্ডিত আসামি ও তার সহযোগীরা তাকে আটক করে বেধড়ক মারপিট করে। আসামি জাহেরুল ইসলাম লোহার রড দিয়ে মোহাম্মদ আলীর মাথায় সজোরে আঘাত করলে সে মাটিতে পড়েয়া যায়। তার চিৎকারে নিহতের অপর ভাই ভাবীসহ অন্যরা এগিয়ে এলে আসামিরা তাদের মারপিট করে এবং মহিলাদের শ্লীলতাহানী ঘটায়।
রক্তাক্ত অবস্থায় আহতদের হাসপাতালে ভর্তি করা হলে মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় মৃতের ভাই বাদী হয়ে ১১ জনকে আসামি করে হরিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]