ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নে এক বীর মুক্তিযোদ্ধার বাড়ীতে চুরির ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে দিবাগত রাতে আনুমানিক রাত ২ টার দিকে।

জানা যায়, রুহিয়া থানার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের রামনাথ বাজার (প্রগতি পাড়া) বীর মুক্তিযোদ্ধা মো: আনিসুর রহমান (যুদ্ধাহত) এর ঘরের জানালার গ্রীল কেটে প্রায় দেড় ভরি সোনা, নগদ বিশ হাজার টাকা এবং ২টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় চোর।

বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান জানান, আমি রাত ২টা পর্যন্ত জেগে ছিলাম, এর পরে ঘুমিয়ে পড়ি। রাতের সাড়ে ৪টার সময় টের পেয়ে ঘুম থেকে উঠে ঘরের আলমারি খোলা এবং অন্যান্য জিনিষ পত্র এলোমেলো দেখতে পাই। তিনি আরো বলেন, অচেতন জাতীয় পদার্থ ঘরের মধ্যে স্প্রে করাতে আমরা টের পাইনি।

চুরি যাওয়া টাকা ও মালামালের মুল্য প্রায় ১ লক্ষ টাকা হবে বলে পারিবারিক সুত্রে জানা যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায়।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।