ঠাকুরগাঁওয়ে জাতীয় গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে ২৫ মার্চ সোমবার রাতে জেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠ শহীদ মিনারে এ দিবসটি ভাব – গাম্ভীর্যের সাথে পালন করা হয়।
দিবসটি উপলক্ষে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাকান্ডের শিকার শহিদদের স্মরণে ও ভয়াল কাল রাতের গণহত্যার দুঃসহ, বিভীষিকাময় ঘটনাবলির স্মৃতিচারণে জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে শহীদ মিনার বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
ভয়াল কাল রাতের অত্যাচারের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় পুরো আয়োজনে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার পিপিএম সেবা মোহা:মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব), মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের জেলা শাখার সহ-সভাপতি, মাহবুবুর রহমান খোকন, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।দেশাত্মবোধক গান ও কবিতা আবৃতি দ্বারা অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]