আজ বুধবার (২১ আগস্ট) এ দলটির রাজধানীতে এসে এডিস মশা নিধণের ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশব্যাপী ভয়াবহ হারে ছড়িয়ে পড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে বন্ধ্যা মশা ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ও জাতিসংঘের খাদ্য ও কৃষি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসছেন।

মঙ্গলবার মন্ত্রণালয় থেকে জানানো হয়, এডিস মশার বিস্তার ঠেকাতে বিশেষ প্রযুক্তিতে উৎপাদিত বন্ধ্যা মশা ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশকে সহায়তা করবে দলটি।

এদিকে বিশেষজ্ঞ দলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যরা থাকবেন। ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের চেষ্টায় এই বিশেষজ্ঞ দলটিকে বাংলাদেশে পাঠাতে সম্মত হয় আইএইএ।

কীটপতঙ্গের বংশ বিস্তার নিয়ন্ত্রণ করার পদ্ধতি হচ্ছে ‘স্টেরাইল ইনসেক্ট টেকনিক’। এর মাধ্যমে পুরুষ মশাকে তেজস্ক্রিয় রশ্মির মাধ্যমে বন্ধ্যা করে প্রকৃতিতে ছেড়ে দেয়া হয়। ফলে স্ত্রী মশা ডিম পাড়লেও তা নিষিক্ত হয় না। এতে এডিস মশার বংশবিস্তার রোধ হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।