লালমনিরহাট  সংবাদদাতা; আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি শুক্রবার সকাল ৯টা থেকে বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে, ধরলা নদীর পানি লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট পয়েন্টে বিপদসীমা ছুঁইছুঁই করছে।

  • অবিরাম বর্ষণ আর উজানে ভারত থেকে পাহাড়ি ঢলের পানিতে জেলার প্রধান দুই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুর কাদের।

তিস্তা ও ধরলা নদীর পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে অনেক চরাঞ্চল। নদী তীরবর্তী এলাকার বাড়িঘরে ঢুকে পড়েছে নদীর পানি। পানির নিচে তলিয়ে গেছে আমন ধানের বীজতলাসহ বিভিন্ন সবজি ক্ষেত। অবিরাম বৃষ্টিপাত আর উজানের পানি আসা অব্যাহত থাকলে তিস্তা ও ধরলা নদীর পানিতে দেখা দিতে পারে বন্যা পরিস্তিতি এমন আশংকাই করছেন নদীপাড়ের মানুষজন।

  • নদীর পানি বেড়ে যাওয়ায় তিস্তা পাড়ের অনেক মানুষ গবাদিপশু ও প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে নিরাপদ স্থানে চলে এসেছেন। এসব এলাকায় নলকূপ ও রান্নার চুলা পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা।

আমাদের বাণী ডট কম/২৬ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।