Shadow

নওগাঁর মহাদেবপুরে ফেন্সিডিল সহ ২ যুবক আটক

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

রফিকুল ইসলাম, নওগাঁ সংবাদদাতাঃ নওগাঁ জেলার মহাদেবপুরে ফেনসিডিলসহ(৯৯ বোতল) অমিত কুমার মহন্ত (৩০) ও ফেরদৌস আলী (৩৮) নামে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।

রবিবার সকাল ১০ টার দিকে উপজেলা সদরের পাইকারি মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃত অমিত উপজেলা সদরের দুলালপাড়া গ্রামের শ্রী কৃষ্ণ চন্দ্র মহন্তের ছেলে এবং ফেরদৌস দক্ষিণ হোসেনপুর গ্রামের মৃত খয়বর আলীর ছেলে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ নজরুর ইসলাম জুয়েল জানান, সিএনজি যোগে জেলার পত্নীতলা উপজেলা থেকে নওগাঁ সদরে তারা ফেনসিডিল নিয়ে যাচ্ছিলেন এমন সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েলের নেতৃত্বে এসআই রায়হান, এএসআই আসিফ ও জব্বার সঙ্গীয় ফোর্সসহ অমিত এবং ফেরদৌসের দেহ তল্লাশী করেন। এসময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং সেই সিএনজি জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

  ঝিনাইদহে ঐতিহ্যবাহী লাঠি খেলার সামগ্রী বিতরণ

আমাদের বাণী ডট কম/১৩  জুলাই  ২০২০/পিপিএম 

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •