Shadow

নওয়াজ শরীফকে আদালতে হাজির হওয়ার সর্বশেষ সুযোগ দিয়েছে আদালত

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ডেস্ক রিপোর্ট, ঢাকা; পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দুর্নীতির মামলায় আদালতে হাজির হওয়ার সর্বশেষ সুযোগ দিয়েছে আদালত। আগামী ১৭ই আগস্টের মধ্যে তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। যদি তিনি এ সময়ের মধ্যে উপস্থিত না হন, তাহলে তাকে পলাতক হিসেবে ঘোষণা করা হতে পারে। ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআইয়ের এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।

নওয়াজ শরীফ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। রোগ প্রতিরোধ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়ায় চিকিৎসা নিতে গত নভেম্বরে দেশ ছাড়েন। এর আগে তাকে চিকিৎসার জন্য চার সপ্তাহের জন্য বিদেশ যেতে অনুমোদন দেয় লাহোর হাইকোর্ট। তিনি লন্ডন যাওয়ার পর আর দেশে ফেরেন নি।

এ অবস্থায় তাকে বার বার আদালতে উপস্থিত হতে নোটিশ দেয়া হয়। সর্বশেষ আদালত তাকে সোমবার সময় বেঁধে দেয়। এতে জাতি উমরা এবং মডেল টাউন আবাসন নিয়ে দুর্নীতির অভিযোগে ইসলামাবাদের জবাবদিহিতা বিষয়ক আদালত তাকে ওই নোটিশ দেয়। নোটিশে বলা হয়, জাতীয় জবাবদিহিতা বিষয়ক অর্ডিন্যান্স ১৯৯৯ এর ৯ ও ১০ নম্বর ধারার অধীনে নওয়াজ শরীফ শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

  করোনা সম্পর্কে এখনও অনেক কিছু অজানা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আমাদের বাণী ডট কম/১৫ জুলাই ২০২০/পিপিএম

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •