উজ্জ্বল রায়, নড়াইল জেলা সংবাদদাতা; জেলার সদর উপজেলার কামাল প্রাতাব গ্রামের শফি হত্যা মামলার (৩) নাম্বার আসামি মো: সোয়ার মল্লিক (৩০) পিং সিদ্দিক মল্লিক, ওরফে মন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।
সদর থানার এস আই মিল্টন কুমার বলেন, নড়াইল জেলার সদর থানাধীন কামালপ্রতাপ গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে শফি নামে এক যুবক কে কুপিয়ে হত্যা করা হয়। সেই মামলায় অর্ধশতাধিক আসামি আছে এর আগে ২১ জন আসামি কারাগারে পাঠানো হয়েছে ও অন্য আসামিরা পালিয়ে বেড়াচ্ছেন।
এসআই মিল্টন কুমার আরো বলেন, সকল আসামিকে আটকের চেষ্টা করছে পুলিশ সুপার মো: জসিম উদ্দিন পিপি এম বার। এর মাঝে গোপন সংবাদের সূত্রে আমি খবর পাই আমার থানা আওতাধীন ইতনা গ্রামে একজন আসামী ঘুরে বেড়াচ্ছে। তখনই লোহাগড়া থানা পরিদর্শক মো: আসিকুর রহমান কে জানিয়ে ওই আসামিকে আটক করে এর পর আসামিকে নড়াইল সদর থানায় সোপর্দ করেছে বলে জানা গেছে।
আমাদের বাণী ডট কম/২৭ মে ২০২০/সিসিপি