Shadow

নেলসন ম্যান্ডেলার মেয়ের মৃত্যু

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ডেস্ক রিপোর্ট, ঢাকা;  বর্ণবাদ বিরোধী আন্দোলনে গোটা বিশ্বের কাছে আইন হিসেবে পরিচিত নেলসেন ম্যান্ডেলার মেয়ে জিন্দজি ম্যান্ডেলা মারা গেছেন। সাউথ আফ্রিকান ব্রডগাস্ট করপোরেশন (এসএবিসি) ম্যান্ডেলা পরিবারের উদ্ধৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করে।

স্থানীয় সময় সোমবার (১৩ জুলাই) সকালে জোহানেসবার্গ হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিলো ৫৯ বছর। তিনি জোহানেস বার্গে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন।

তবে তার মৃত্যুর কারণে এখনো প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে এসএবিসি। জিন্দজি ম্যান্ডেলা নেলসেন ম্যান্ডেলার ৬ষ্ঠ সন্তান।

আমাদের বাণী ডট কম/১৩ জুলাই  ২০২০/পিপিএম

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  প্রবল বেগে ধেয়ে আসছে বিধ্বংসী ভয়াবহ ঘূর্ণিঝড় ‘হিক্কা’