সড়ক দূর্ঘটনায় নিহত সহপাঠীর খুনীর বিচারের দাবীতে নোয়াখালী জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দেড় ঘন্টাব্যাপী চলে এ কর্মসূচী।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচীতে বিভিন্ন স্কুল-কলেজের হাজারো শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। নিহত শহিদুজ্জামান শাকিব নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে গত ৩০ মার্চ ২০১৯ সড়ক দুর্ঘটনায় ঘাতক সুগন্ধা দ্রতযান বাসের চাপায় সি এন জি র যাত্রীদের এক জন।
মানববন্ধনে শিক্ষার্থীরা নোয়াখালীর বিভিন্ন রুটে চলমান ফিটনেসবিহীন যানবাহন বন্ধ, লাইসেন্স বিহীন ড্রাইভারদের নিষিদ্ধ, মাইজদী-ফেনী সড়কে সুগন্ধা দ্রুতযান সার্ভিস বন্ধ, যত্রতত্র গাড়ি পার্কিং ও বেপরোয়া গাড়ি চালানো বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান।
মানববন্ধন-সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি দেন।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]