Shadow

পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

আল মাসুদ, পঞ্চগড় জেলা সংবাদদাতা; জেলার সদর উপজেলায়  পুকুরের পানিতে ডুবে মাসুদ নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই)  বিকেলে উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড নায়েকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ ওই এলাকার নয়ন ইসলামের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায় , বিকেলে খেলার সময় সবার অগোচরে মাসুদ বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। স্বজন এবং এলাকাবাসী অনেক খোঁজা-খুজির পর ওই পুকুর থেকে তার মরদেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে।
চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফরহাদ হোসেন পানিতে ডুবে মাসুদ নামে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আমাদের বাণী ডট কম/১৩ জুলাই  ২০২০/পিপিএম
  টাঙ্গাইলে পুলিশ-চিকিৎসকসহ আজও ২৩ জনের করোনা শনাক্ত

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •