Shadow

পটুয়াখালীতে করোনা শনাক্ত-২০, মোট ৭০৮

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ইমরান ফরাজী, পটুয়াখালী সংবাদদাতাঃ পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন করে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকসহ ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে।

বিষয়টি আজ মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৭ জন, কলাপাড়ার ১ জন, বাউফলের ১ জন ও ১ জনের বাড়ি গলাচিপা উপজেলায়আক্রান্ত সবাই বাড়িতে কোয়ারেন্টাইতে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৭ এপ্রিল। প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা যায় ২৯ এপিল। এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭০৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫ জনের। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১ জন। বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৪৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২১৫ জন।

  কোমর পানিতে নেমে জলাবদ্ধতার প্রতিবাদ

 

আমাদের বাণী ডট কম/১৩ জুলাই  ২০২০/পিপিএম

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •