রাজবাড়ীর পাংশায় ওহাব শেখ (৫২) নামে এক কৃষককে গুলি করে হত্যার ঘটনায় মামলার এজাহারভুক্ত সাবেক ছাত্রলীগ নেতা সহ সকল আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাতে পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (৩০ মার্চ) বিকেল ৩টার দিকে বিষয়টি সাংবাদিকদের জানান এই মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভূইয়া।

গ্রেফতারকৃতরা হলেন- পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের মুনসুর আলী মিয়ার ছেলে ও সাবেক কলিমহর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ আলী মিয়া (২৯), একই গ্রামের মৃত আজগর আলীর ছেলে মুক্তার শেখ (৩৭), লাহিড়ী রঘুনাথপুর গ্রামের মজিবর রহমানের ছেলে জমির হোসেন জিকু (৩২) ও বসাকুষ্টিয়া গ্রামের হাসেম খাঁর ছেলে রুবেল খাঁ (২২)।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. কামাল হোসেন ভূইয়া বলেন, ‘বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের লাহিড়ী রঘুনাথপুর গ্রামের কৃষক ওহাব শেখকে তার বাড়ির পাশে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন শুক্রবার ওহাবের স্ত্রী হাসিনা খাতুন বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে পাংশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি স্যার এই মামলার তদন্তভার দেন আমার ওপর। অবশেষে আমরা হত্যাকাণ্ডের ২৪ ঘন্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই।’

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।