পাণ্ডিত্য জাহিরী
মোঃ জসিম উদ্দীন
বন্ধ করুন, অপসংস্কৃতি অপচর্চা আজ,
বন্ধ করুন, ‘মযূরী’র নেয় পেখমী এ-পাণ্ডিত্য!
বিভিন্ন ভাষায় সংমিশ্রিত ভাষণে কেন হবে,
রেডিও বাংলা টিভিতে অনুষ্ঠান, সম্প্রচারিত?
পঠনে-পাঠনে নয়, পাণ্ডিত্যই জাহিরী হয়,
মানুষকেও নয়, বুঝিয়ে জ্ঞানী করে তোলা!
চোখ-মুখ বেঁধে মাকাল ফল দিয়ে হাতে,
স্বার্থেরনেশী মহলেরা, করছে ছলা-কলা!
একে অপরের চেনা-জানা মিলন-বন্ধনেই,
হলো সভ্যমানুষের, আজ এ-ভাষার জন্ম।
অর্ধশিক্ষিত কথিত স্বঘোষিত, পণ্ডিতে সব
করছে তার ঠিক উল্টো এক, এ-অপকর্ম!
বাঙালি বাংলা ভাষার ভাষণের মধ্যে আজ,
দিচ্ছে ছুরে অসংখ্য বিদেশি বাক্য!
বিদেশি ভাষা প্রয়োগ গৌরবে, গলা ফুলিয়ে,
অজ্ঞ স্রোতাদের করে মুগ্ধ, বিজ্ঞদের করে কটাক্ষ!
স্বৈরাচারী ভাষা শাষকের হাতে যেন আজ,
পড়ছে আমার মায়ের মধুর এ-বাংলা ভাষা।
বিশ্বের ইতিহাসে ভাষা রক্ষায় জীবন দান,
বাঙ্গালীর এ-গৌরব, ধসে করছে সর্বনাশা!
সাম্রাজ্যবাদী কৌশলে, সাত হাজার ভাষার
চার হাজার বিপন্ন, ছেড়ে দিয়েছে তারা আশা!
ভাষাবিজ্ঞানীদের ভবিষ্যৎদ্যানী, ভাষা মরবে
হাজারে হাজার বিলীন হবে, দুর্বল কাঁনা-খোড়া ভাষা!
নিজেরই অজান্তে অতি আধুনিক সাজতে,
মুখ বেঁকিয়ে বাংলা ভাষা হচ্ছে উচ্চারণ।
যেন ভাল্লুকের হাতে পড়েছে বল্লম আজ,
না জানি কখন কবে শুনব, ‘শুদ্ধ বাংলার’ মরণ!
আমাদের বাণী/আ-আ-হ-মৃধা