ডেস্ক রিপোর্ট, ঢাকা; করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ৪ শতাংশ সুদে ৫ লাখ টাকা ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক।
ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের সাথে এ সংক্রান্ত চুক্তি করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এতে প্রবাসীদের ঋণ সহায়তার জন্য ২০০ কোটি টাকা প্রদান করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
নীতিমালার মাধ্যমে কৃষিক্ষেত্রে, ব্যবসা বা অনান্য কাজে সহজশর্তে প্রবাসীদের পরিবারকেও এ ঋণ দেয়া হবে। বিশেষ করে বিদেশে যেসব প্রবাসী কর্মী করোনায় মারা গেছেন কিংবা কাজ নেই, দেশে ফিরেছেন কিংবা দেশে অবস্থান করছেন তাদের এবং তাদের পরিবারকে এই ঋণ প্রদান করা হবে।
এদিকে করোনার প্রভাব কেটে গেলে যেসব প্রবাসী বিদেশ থেকে এসেছেন তারা যাতে আবার বিদেশে যেতে পারেন সেজন্যও ঋণ দেয়া হবে। এছাড়া নতুন করে যাতে চাকরি নিয়ে বিদেশে যেতে পারেন সেজন্যও দেয়া হবে ঋণ।
আমাদের বাণী ডট কম/১২ জুলাই ২০২০/পিপিএম