সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার কথা বলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষার মানোন্নয়নে শিশুদের সার্বিক অগ্রগতির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত উদ্যোগের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়নের পরামর্শ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়েছে। এতে মানসম্মত শিক্ষা নিশ্চিতের পাশাপাশি শিশুদের পুষ্টিকর খাবার প্রদান, মেধা বিকাশে খেলাধুলায় উৎসাহিত করা এবং দুর্গম এলাকার শিশুদের শিক্ষায় বিশেষ অগ্রাধিকার ও এসব এলাকায় কর্মরত শিক্ষকদের আবাসন সুবিধা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে কমিটির পক্ষ থেকে।

এছাড়াও অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেক উপজেলায় অটিজম আবাসিক বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়। শিক্ষার মানোন্নয়নে মাঠ পর্যায়ের সার্বিক কার্যক্রম মনিটরিং করার পরামর্শ এসেছে বৈঠক থেকে। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত প্রথম বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য এবং প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, ইসমাত আরা সাদেক, মেহের আফরোজ, আলী আজম, শিরীন আখতার, মো. জোয়াহেরুল ইসলাম এবং ফেরদৌসী ইসলাম।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।