শুক্রবার সকালে সোনাপুর থেকে ঢাকার উদ্দ্যেশ্যে ছেড়ে আসা, নোয়াখালী মাইজদী কোর্ট ষ্টেশন প্লাট ফরম ছেড়ে বাইরে চলে আসে উপকূল এক্সপ্রেস। প্রায় বশিরা দোকান ক্রসিং এর কাছে। প্লাট ফরম এ থাকে মাত্র তিনটি বগি। সকাল ছয়টা পনের মিনিটে। ট্রেন চালক ব্রেক সময় মতো না ধরায় এ পরিস্থিতি হয়েছে বলে জানায়। যাত্রীরা পড়ে দুর্ভোগে। তারা প্লাট ফরমের বাইরে এসে গাড়িতে উঠেন।
বৃদ্ধ শিশুদের নিয়ে কষ্ট হয় যাত্রীদের। যাত্রী উঠা শেষ হলে গাড়ি আবার প্লাট ফরমে নিয়ে আসা হয়। প্রায় বিশ মিনিট কোন কারণ ছাড়া অপেক্ষা করে ৬.৩৫ মিনিটে মাইজদী ষ্টেশান ত্যাগ করে।
মাইজদী ষ্টেশনের সন্নিকটের ক্রসিং হতে পারতো দুর্ঘটনা, কারণ আসে পাশের দোকানীরা সাধারনত রেল লাইনের উপর তার নিত্যকার কাজ সারেন।ছাড়ার হুইসেল তাদের জানা।ছাড়ার শব্দে তারা রেল লাইন থেকে সরে দাঁড়ান।
তবে এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভবন হয়নি।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]