নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আইছতলা বিলে বন্ধুদের বেঁধে রেখে ২ বান্ধবীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬ জন গ্রেপ্তার হলেও পলাতক রয়েছেন আরও ৫ জন।
শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ২ ধর্ষিতার মধ্যে একজন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩ জনের নামে মামলা দায়ের করেছে।
পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, বালুচরের রায়হান (২৩), তমুদ্দি এলাকার শাহিন (২৫), একই এলাকার নিজাম (২২)। গ্রেফতার হওয়া বাকি ৩ জনের নাম প্রকাশ করা হয়নি।
পলাতক রয়েছে, ছনখোলা এলাকার সুজন (২৩), সোহাগ (২৫), তুহিন (২১), মিরকুন্ডি এলাকার নাজিম উদ্দিন (২৫), ছনখোলা এলাকার নাঈম (২০)।
এই মামলার তদন্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জুয়েল জানান, শনিবার রাত ১০টার দিকে ধর্ষণের শিকার ২ গার্মেন্ট কর্মী তাদের দুই বন্ধু নিয়ে সাবদী এলাকায় ঘুরতে যায়। পরে বন্ধুদের বেঁধে রেখে তাদের আইছতলা রাস্তা থেকে বিলে নিয়ে ১১ জন পালাক্রমে ধর্ষণ করে। অভিযোগ পাওয়ার পর ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।