Shadow

বরিশাল মেডিকেলের করোনা ওয়ার্ডে ১২ ঘন্টায় চার জনের মৃত্যু

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

বরিশাল  সংবাদদাতা; বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। তাদের একজন করোনা নেগেটিভ ছিলেন। বাকি তিনজনের নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

 • এ নিয়ে হাসপাতলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১০৪ জন রোগী মারা গেছেন। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়েছে ৩৭ জন।

গতকাল বৃহস্পতিবার (০২ জুলাই ২০২০)  সকাল ৯টায় থেকে রাত সাড়ে ৯টার মধ্যে ওই চার রোগী করোনা ওয়ার্ডে চিকিসাধীন অবস্থায় মারা যান।

 • হাসপতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় বিমল (৬০) বরিশাল মহানগরের বিমানবন্দর এলাকার বাসিন্দা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যানে। ১৩ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে করোনা ওয়ার্ডের আইসিইউতে রাখা হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনা পরীক্ষায় তার নেগেটিভ এসেছে।

এ দিকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের সময় জিতেন্দ্রনাথ বিশ্বাসকে (৭০) হাসপতালের করোনা ওয়ার্ডে ভর্তি করার পরপরই তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠনো হয়েছে।

 • অন্যদিকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের সময় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালেহা বেগম (৫৫)। তাকে বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ মিনিটের সময় হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।
 • এ ছাড়া বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল কালাম আজাদ (৫০)। বুধবার বিকেল ৪টায় তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১২ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় চার রোগী মারা গেছেন। তাদের একজন করোনা নেগেটিভ ছিলেন। বাকি তিনজনের নমুনা সংগ্রহ করে কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়োছে।

  ভয়ঙ্কর রুপে ডেঙ্গু, প্রতি মিনিটে একজন হাসপাতালে

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০২ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩৮  জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৯২৬  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪  হাজার ১৯ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৩ হাজার ২৭৭ । আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৮  হাজার ৩৬২ টি যা গতদিনে ছিল ১৭ হাজার ৮৭৫ টি । ৭০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮,৩৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ৮,০২,৬৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৪৩৩৪ জন, এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৬৬ ৪৪২ জন। নতুন করে মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ৬ জন নারী।

আমাদের বাণী ডট কম/০৩  জুলাই  ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •