Shadow

বাগেরহাটে পিবিআই নতুন পুলিশ সুপার আল মামুনের যোগদান

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা সংবাদদাতা; বাংলাদেশ পুলিশের বিশেষ সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বাগেরহাটের প্রধান হিসেবে যোগদান করেছেন পুলিশ সুপার মোঃ আল মামুন।

আজ  বুধবার (১৫ জুলাই ২০২০)   তিনি বাগেরহাট কার্যালয়ে যোগদান করেন। এই প্রথম পিবিআই বাগেরহাট কার্যালয়ে পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার পদায়ণ করা হল।

পটুয়ায়খালী জেলার সন্তান নব নিযুক্ত পুলিশ সুপার মোঃ আল মামুন এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, এপিবিএন, সিরাজগঞ্জ, চাপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট পুলিশে কর্মরত ছিলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরিকোষ্ট ও মালিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বাগেরহাটে সঠিক ভাবে দায়িত্ব পালনের জন্য তিনি গণমাধ্যম ও সুশিল সমাজসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

  হাসপাতাল থেকে পালালেন করোনা রোগী, খুঁজে নিয়ে এলেন পুলিশ

আমাদের বাণী ডট কম/১৫ জুলাই ২০২০/পিপিএম

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •