রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে বৃহস্পতিবার সকালে হাসেম আলীর ছেলে মনিরুল ইসলাম মনির তার বড় ভাই আঃ রাজ্জাকের নিকট পাওনা টাকা চাইতে গেলে বড় ভাই ক্ষিপ্ত হয়ে ছোট ভাইয়ের মাথায় বাটাম দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে ছোট ভাই মনিরুল ইসলাম মনির (২৮) গুরুতর জখম হয়। আহতকে বালিয়াকান্দি হাসপাতালে এনে ভর্তি করা হয়।

এঘটনায় আগত মনিরুল ইসলাম মনির বাদী হয়ে বড় ভাই আঃ রাজ্জাককে আসামী করে রাজবাড়ী আদালতে একটি মামলা দায়ের করেছে।

মামলা সূত্রে জানায়ায়, মনিরুল ইসলাম মনির দীর্ঘদিন সৌদিআরব থাকাকালীন বড় ভাই আঃ রাজ্জাক ও ইকলাসের নিকট টাকা পাঠায়। এই টাকা দিয়ে বড় দুই ভাই ছোট ভাইকে ফাঁকি দিয়ে গোপনে নিজেদের নামে জমাজমি ক্রয় করে।

ছোট ভাই বিদেশ থেকে বাড়ীতে এসে টাকা চাইলে তখন তারা টাকার বিষয়টি অস্বীকার করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই আঃ রাজ্জাক দাটাম দিয়ে ছোট ভাইকে মাথায় আঘাত করে জখম করে।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।