“ শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ ” এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে বক্তব্যে রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি রনজিৎ কুমার পাল, বিচারকদের পক্ষে মাঝবাড়ী জাহানারা বেগম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেবেকা বেগম প্রমূখ। ভাষা ও সাহিত্য, বাংলাদেশ স্টাডিস ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এই ৪টি বিষয়ের উপর উপজেলার ৪৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অখিল কুমার কুন্ডু।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]