রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান  মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ বলেন,  ভয় দেখিয়ে ভোট আদায় করা যায় না । ভোট ভালোবাসা দিয়ে আদায় করতে হয়। আপনারা আমাকে দুই বার ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন। আমি আপনাদের জন্য কাছ করছি। জননেত্রী শেখ হাসিনা একজন বিচক্ষন প্রধানমন্ত্রী। তিনি আমাকে নৌকা মার্কা দিয়েছেন। এখন আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান উপহার দিবেন। আগামী ২৪ মার্চ রোববার কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিবেন। কারো ভয়ে ভিত হবেন না।

বুধবার রাতে বালিয়াকান্দি সরকারী কলেজ মাঠে বহরপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী পথ সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বহরপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের নির্বাচনী আহবায়ক আঃ মজিদ মন্ডলের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু পেশাজীবি লীগের জেলা সভাপতি লিটন আক্তার পলাশের উপস্থাপনায় নির্বাচনী পথ সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএ হান্নান মোল্যা, সহ সভাপতি আঃ সাত্তার খান, ভানু সোম, সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান , ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আবু তারেক বাবলু, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শফিকুর রহমান তুহিন, সেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার বাসাউল আলম বাপ্পু, সাধারন সম্পাদক আলীমগীর হোসেন মোল্যা, কমিউনিস্টপার্টির সভাপতি এসএম দাউদ খান, ওর্য়কার্সপার্টির সভাপতি সলেমান মোল্যা দলু, জাতীয় পার্টির সভাপতি আশরাফ হোসেন, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ^াস, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন আলী, আসাদুজ্জামান জাহাঙ্গীর প্রমূখ বক্তব্যে রাখেন।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।