বৃহত্তর কুষ্টিয়া অফিসার কল্যাণ ফোরামের আয়োজনে, বৃহত্তর কুষ্টিয়ার সকল নির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দিয়েছে অঞ্চলের ঐতিহ্যবাহী সংগঠনটি।
শবিবার সন্ধ্যায় ঢাকার বিদ্যুৎ ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে়।
বৃহত্তর কুষ্টিয়া অফিসার কল্যাণ ফোরামের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব মুহাম্মদ আলকামা সিদ্দিকী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলাদেশ বিমান এয়ার লাইন্স পরিচালক (গ্রাহক সেবা) মোঃ মোমিনুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মাহাবুব-উল-আলম হানিফ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাহ, কুষ্টিয়া ২ আসনের সংসদ সদস্য ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দার (ছেলুন), চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য মোঃ আলী আজগার, মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদুজ্জামান, সংরক্ষিত মহিলা আসন ৩৫ সৈয়দা রাশিদা বেগম।
আরও উপস্থিত ছিলেন বৃহত্তর কুষ্টিয়া অফিসার কল্যাণ ফোরামের উর্ধ্বতন কর্মকর্তা ও এ অঞ্চলের সকল কর্মকর্তা বৃন্দ।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]