এ্যানহ্যান্সড্ কোস্টাল ফিসারিজ (ইকোফিশ) প্রকল্পের আওতায় চাঁদপুরের মতলব উত্তরে উপজেলা ইলিশ সহ-ব্যবস্থাপনা কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের তত্ত্বাবধানে এবং ইকোফিশ প্রকল্প- ওয়ার্ল্ডফিশ (সিএনআরএস) এর সহযোগীতায় সম্পন্ন হয় সভাটি।

এতে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম জাহাঙ্গীর আলম। সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত মাওলানা মোঃ আখতার হোসাইন।

ইউএনও শারমিন আক্তার বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। সকলেই ইলিশ রক্ষায় এগিয়ে আসতে হবে। আইন অমান্য করে নদীতে জাটকা ধরা যাবে না। তিনি আরও বলেন, জাটকা (ছোট ইলিশ) ধরা নিষিদ্ধ সময়ে সরকার জেলেদের খাদ্য সহায়তা দেয়। বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ দেয়। তাহলে কেন জেলেরা নিষিদ্ধ সময়ে ইলিশ ধরবে। দেশের কথা চিন্তা করে নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা বন্ধ রাখতে হবে।

প্রকল্পের মনিটরিং অফিসার মনির হোসেন তালুকদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান, সমবায় কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, সাইট অফিসার তৌফিকুর রহমান, এসআই গোলাম মোস্তফা প্রমুখ। সভায় কাউন্সিল কমিটির সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলে প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে ইলিশ রক্ষা, প্রজননসহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।