চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হাজিপুর গ্রামের মো. জামাল মোল্লার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার বিকেলে ফরাজীকান্দি ইউনিয়নের কাপ্তান বাজার বেড়ি বাঁধে হাজিপুর, রামপুর’সহ আশপাশেরন কয়েক গ্রামের নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- নিহত জামাল মোল্লার স্ত্রী ময়না বেগম, ইউপি সদস্য নাসির উদ্দিন মুন্সি, মোখলেছুর রহমান, সানি ইসলাম, রুবেল, হারুনুর রশিদ, সফিকুল ইসলাম, মামুন মুন্সি, নজরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
২১ এপ্রিল বিকেলে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে জামাল মোল্লার সাথে চাচাতো-জেঠাতো ভাইদের মধ্যে দ্বন্দ্ব হয়। একপর্যায়ে মারামারি হয়। ওই মারামারিতে জামাল মোল্লা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২২ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]