ঝিনাইদহের মহেশপুর উপজেলার সাড়াতলা পিপিএল ফ্যাক্টরীতে কাজ করতে এসে সোহেল নামের (১৫) এক কিশোর গত দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। সোহেল জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের আরমান মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ সকালে নিজ গ্রাম থেকে সোহেল পিপিএল ফ্যক্টরিতে কাজ করার জন্য বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। সোহেলের পিতা আরমান মন্ডল জানায় এর আগে সে জীবননগর উপজেলায় একই মালিকের ফ্যাক্টরীতে কাজ করতো।

এ বিষয়ে গত ২৪ মার্চ সোহেলের পিতা জীবননগর থানায় একটি সাধারন ডায়রী করেছেন। এদিকে গত দুই সপ্তাহ ধরে ছেলের সন্ধান না পেয়ে পিতা মাতা ও পরিবারের লোকজন উদ্বিগ্ন।

এবিষয়ে পিপিএল ফ্যাক্টারীতে যোগাযোগ করা হলে তারাও সোহেলের ব্যাপারে কোন তথ্য দিতে পারেনি। কোন ব্যক্তি সোহেলের খোঁজ পেলে তার পিতা আরমান মন্ডলের ০১৯১০-০৭৭৮৫৬ নাম্বার মোবাইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।