ময়মনসিংহের গফরগাঁওয়ে সুদের টাকা না দেয়ায় আজিজুল হক (৬২) নামে এক বৃদ্ধ কৃককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে উপজেলার জয়নাকান্দা গ্রামে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আজিজুল হকের মেয়ের জামাই ফরিদ দুই বছর আগে জয়নাকান্দা গ্রামের সোহাগের কাছ থেকে সুদে এক হাজার টাকা ঋণ নেন। দেড় বছর পর সুদসহ মূল টাকা পরিশোধ করেন। কিন্তু একশ’ টাকা বাকি ছিলো। বকেয়া সেই একশ’ টাকা পরিশোধের জন্য সোহাগ ফরিদকে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলেন।
রোববার বেলা ১১টার দিকে আজিজুল হকের বাড়িতে গিয়ে সোহাগ ও তার বন্ধু লালু (২৬) মেয়ের জামাই সুদের টাকা পরিশোধ না করায় আজিজুল হককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে বৃদ্ধ আজিজুল হককে এলাপাতাড়ি কিল, ঘুষি মারা হয়। এতে আজিজুল হক মাটিতে লুটিয়ে পড়েন। বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী আজিজুল হককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহবুব আলম বলেন, হাসপাতালে আনার আগেই আজিজুল হকের মৃত্যু হয়েছে। তার চোখের নিচে আঘাতের চিহ্ন আছে।
গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]