Shadow

যে কোন সময় থাইল্যান্ডে নেওয়া হতে পারে সাহারা খাতুনকে

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ডেস্ক রিপোর্ট, ঢাকা;  আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার চেষ্টা চলছে। সাহারা খাতুনের ভাগ্নে মুজিবুর রহমান সময় সংবাদকে জানিয়েছেন চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের সঙ্গে কথাবার্তা চলছে।

এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে থাইল্যান্ড নেওয়া হবে। তবে এখনও এয়ার অ্যাম্বুলেন্সের সিডিউল পাওয়া যায়নি বলে জানান মুজিবুর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া পরিশোধ করে সিডিউল চাওয়া হবে। কালকের মধ্যে সিডিউল পাওয়া গেলে কালই চিকিৎসার জন্য সাহারা খাতুন দেশ ছাড়তে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি।

৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে ২জুন ইউনাইটেডে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ১৯জুন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

  দেশের জনগণ রাষ্ট্রীয় উৎপীড়নের মুখে বিপর্যস্ত: মির্জা ফখরুল

সাহারা খাতুন গত তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে দেওয়া হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব।

আমাদের বাণী ডট কম/০২ জুলাই  ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •