শেখ মামুন, রাজবাড়ী জেলা সংবাদদাতা;   রাজবাড়ীতে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবীতে মানবববন্ধন কর্মসুচী পালন করেছে বাম ছাত্র সংগঠনগুলোর মোর্চা  প্রগতিশীল ছাত্র জোট  রাজবাড়ী জেলা শাখা।

আজ রবিবার (২৮ জুন ২০২০)  সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে সড়কে ওই মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়।

সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত চলা মানববন্ধন কর্মসুচীতে জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহব্বায়ক শোভন রহমান, বাংলাদেশ ছাত্রইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুল হালিম বাবু, সাধারন সম্পাদক রিপন আহম্মেদ বক্তৃতা করেন।

এ সময় স্বাস্থ্যখাতে দুর্নীতির অভিযোগ এনে স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ, রাজবাড়ীতে করোনা পরীক্ষায় ল্যাব স্থাপন, করোনায় মৃত্যর মিছিল কমানো, স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো ও বিনামূল্যে করোনা চিকিৎসার জোর দাবী জানান।

বক্তারা  স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ ছাড়াও সকলের জন্য সরকারি উদ্যোগে চিকিৎসা নিশ্চিত করা, করোনাভাইরাস মোকাবেলায় আপৎকালীন স্বাস্থ্যখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দ করা, মহামারী মোকাবেলায় রাষ্ট্রীয় পরিকল্পনা জনসম্মুখে হাজির করা, রাজবাড়ীসহ প্রতিটি জেলা শহরে ২৫টি ভেন্টিলেটর মেশিন ও আইসিইউ সাপোর্টসহ ৫০০ শয্যার করোনাভাইরাস ইউনিট চালু করা, সকল হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা এবং অক্সিজেন সিলিন্ডারের ‘সিন্ডিকেট ভেঙে’ দিয়ে বেসরকারি হাসপাতালগুলোকে অধিগ্রহণ করে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানানো হয়।

আমাদের বাণী ডট কম/২৮  জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।