ডেস্ক রিপোর্ট, ঢাকা; ইয়াবা ও ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মাদক আইনের মামলায় রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দিন জালালী ও তার গাড়িচালক মাহমুদুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার (১৭ জুলাই ২০২০) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিকা খান রিমান্ডের এ আদেশ দেন। বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে গিয়াস ও তার গাড়ির চালককে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১। পরে রাতে র্যাব-১ এর কর্মকর্তা সুবেদার কিরণ চন্দ্র সরকার বাদী হয়ে মাদক আইনে আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করেন।
সেই মামলায় শুক্রবার তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আমাদের বাণী ডট কম/১৭ জুলাই ২০২০/পিপিএম