শপথ নিলেন ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। তার সাথে ভাইস চেয়ারম্যান পদে মাজেদুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলেয়া পারভীন ও শপথ গ্রহন করেন।
সোমবার সকাল ১১ টায় রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের সভাকক্ষে সংপুর বিভাগের কমিশনার জনাব মোহাম্মদ জয়নুল বারী নব-নির্বাচিত তাদের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণের পর মুঠোফোনে বালিয়াডাঙ্গী উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, এলাকার মানুষ যে প্রত্যাশায় আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাদের কল্যাণে কাজ শুরু করবো। পাশাপাশি দ্রুত নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের চেষ্টা করবো। এ সময় তিনি মিডিয়া কর্মীদের সহযোগিতা কামনা করেন।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]