গত ছয় মাসে সারা দেশে ৮২৬টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এদের মধ্যে ২২৪ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে তারা এ প্রতিবেদন তৈরি করেছে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন (ক্র্যাক)। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ক্র্যাক আইন ও সালিশ কেন্দ্রের সদস্য।

ক্র্যাক জানায়, চলতি বছর জানুয়ারির ১ থেকে জুলাইয়ের ২০ তারিখ পর্যন্ত দেশে ৮২৬ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এদের ২২৪ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়।

বলা হয়, গত পাঁচ বছর ধর্ষণের শিকার নারীর ৯০ ভাগই শিশু ও কিশোরী।

ক্র্যাক দেশজুড়ে ক্রমবর্ধমান শিশু নির্যাতন বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।

সংবাদ সম্মেলনে আসক’র নির্বাহী পরিচালক শিপা হাফিজা ও দশটি বেসরকারি সংস্থার সদস্য উপস্থিত ছিলেন। তারা শিশু নির্যাতনের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।