‘ক্রীড়ায় বিশ্ব সম্প্রীতি, বাংলাদেশের অগ্রগতি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় সারা দেশের ন্যায় বিশ্ব ক্রীড়া দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষ্যে র্যালি, আলোচনাসভা ও প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনির সভাপতিত্বে এ আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খেলোয়াড়বৃন্দ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা, শৈলকুপায় বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়ার মান উন্নয়ন ও ভালো মানের খেলোয়াড় তৈরী ও ক্রীড়াঙ্গণে তৃণমুল পর্যায়ের খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করার উপর আলোচনা করেন। পরে আলোচনা সভা শেষে সরকারি ডিগ্রি কলেজ মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]