ঝিনাইদহের শৈলকুপায় গোলাম সরোয়ার (৬০) নামে এক কাপড় ব্যবসায়ী যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার উপজেলার শ্রীরামপুর নামক স্থানে। নিহত ব্যক্তির বাড়ি উপজেলার বোয়ালিয়া গ্রামে।
শৈলকুপা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সকালে ব্যবসায়ী গোলাম বাইসাইকেল যোগে ব্যবসার উদ্দেশ্যে শ্রীরামপুর এলাকায় পৌছায়। কুষ্টিয়া থেকে ঝিনাইদহ গামী সোহাগ পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস হঠাৎ পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এদিকে শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, উপজেলার শ্রীরামপুর এলাকায় বাসের চাপায় এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে নিহত ব্যক্তিকে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করা হয়।
এঘটনায় পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করেছে।
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]