সম্প্রতি শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশটির মন্ত্রিসভা থেকে ৯ জন মুসলিম মন্ত্রী পদত্যাগ করেছেন। সোমবার এক সংবাদ সম্মেলেনে তারা পদত্যাগের ঘোষণা দেন। এছাড়া দুই প্রাদেশিক মুসলিম গভর্নরও দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার পাশের তিনটি গির্জা ইস্টার সানডে প্রার্থনায় এবং তিনটি হোটেলে সন্ত্রাসী হামলার ঘটনার তদন্ত এখনো চলছে। ওই ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে মুসলিম মন্ত্রীরা পদ থেকে সড়ে দাঁড়ালেন।

হামলার পরপরই এসব মুসলিম নেতা ও মন্ত্রীর বিরুদ্ধে চরমপন্থী ধর্মীয় সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ তোলা হয়। তাদের মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর দাবিতে কয়েকদিন আগে কলম্বোয় বিক্ষোভও হয়।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল ইস্টার সানডেতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও নেগম্বোর বেশ কয়েকটি হোটেল ও গির্জায় সিরিজ বোমা হামলায় অন্তত ২৫০ জন নিহত হয়। ওই হামলার দায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে বলে খবর প্রকাশ পায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।