নোয়াখালীর সেনবাগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত ১৪২৬ বাংলা নব বর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ পালিত হয়েছে । নববর্ষ উপলক্ষে রবিবার সেনবাগ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দুইদিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।

সকালে সেনবাগ মেলা চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান ও পৌর মেয়র আবু জাফর টিপু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান গোলাম কবির, আওয়ামীলীগ নেতা আলী আক্কাছ রতন, ভিপি দুলাল,এমপির প্রতিনিধি কামাল উদ্দিন সহ উপজেলা প্রসাশনের সকল কর্মকর্তাবৃন্দ।

উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এক রঙ্গের পাঞ্জাবী, ললনারা বাসন্তী রঙ্গের শাড়ি এবং যুবরা পাজামা পাঞ্জাবী টিশাট পড়ে সকাল থেকে মেলায় আসতে থাকে। মেলায় প্রচুর দর্শার্থীর ভীড় হয়।

মেলায় পান্তা ইলিশ, নাগর দোলো ও হাতী ঘোড়ার খেলা সহ ২৭ টি ষ্টল রয়েছে।

দিনব্যাপী উপজেলা শিল্পকলার মনোমুগ্ধকর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশির বাবুর যাদু মেলার দর্শনার্থী সারাদিন মাতিয়ে রাখে । ১৫ এপ্রিল সোমবার বিকেল ৫টায় মেলা চলবে।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।