পটুয়াখালীর গলাচিপায় সৌর বিদ্যুতে আলোকিত হয়েছে গ্রামীণ সড়ক বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় গ্রামীণ সড়কে সৌর বিদ্যুতের এসব বাতি বসানো হয়েছে। ফলে এখন আর নেই গ্রামীন জনপদে ঘুটঘুটে অন্ধকার। গ্রামীণ হাট-বাজারে জলমল করছে সৌর বাতির আলোয়। রাতের বেলায় নিরাপদে চলাচল করছে জনগন।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূএ জানাায়, গলাচিপা সদর, চিকনিকান্দি, উলানিয়া, গজালিয়া, কলাগাছিয়া, আমখোলা সড়কসহ চরকাজল ও চরবিশ্বাস এলাকার বিভিন্ন বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরের সামনে প্রায় তিনশত পয়ত্রিশটি সৌর বাতি বসানো হয়েছে। ষ্টীলের বিশেষ ধরনের খুঁটিতে সোলার প্যানেলের মাধ্যমে জ্বলছে ল্যামপোষ্টে এসব বাতি। সন্ধ্যা হলেই বাতিগুলো স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠছে। আবার সূর্যের দেখা মিললেই নিভে যাচ্ছে।
ইজি বাইক চালক রাকিব বলেন, গলাচিপা-চিকনিকান্দি সড়কের কালারাজা এলাকায় গাছ ফেলে নিয়মিত ডাকাতি হতো। সোলার প্যানেল বসানোর ফলে ডাকাতির ঘটনা কমে গেছে। রাতে এখন নির্ভয়ে গাড়ি চালানো যায়। চিকনিকান্দি বাজার বনিক সমিতির সভাপতি জ্ঞানেন্দ্র চন্দ্র কুন্ডু বলেন, এ এলাকায় বিদ্যুতের লোডশেডিং হলেও সোলার বাতি বসানোয় বাজারে বিদ্যুৎ এর আলো থাকে। এতে চুরি ডাকাতি অনেক কমে গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ বলেন, আয়তনে বিশাল এ উপজেলার গুরুত্বপূর্ন স্থানে সৌর প্যানেলের মাধ্যমে আলো পৌছানো সম্ভব হচ্ছে।
পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার প্রকল্প বাস্তবায়নের আওতায় সড়কে বাতি স্থাপনে বিশেষ উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায় গলাচিপা ও দশমিনা উপজেলার গ্রামীণ সড়কেও সৌর বিদ্যুতের আলো পৌছে দেওয়া হচ্ছে। এখন রাতের আধাঁরে নিরাপদে মানুষ চলাচল করছে।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]