কুষ্টিয়ার সাবেক জগতি ইউনিয়ন পরিষদ’র কয়েকবারের নির্বাচিত চেয়ারম্যান শওকত আলীর একমাত্র ছেলে ও জেলার কেএসএম হাইস্কুলের সাবেক শিক্ষার্থী ও জেলা শহরের শহরতলীর বটতৈল মোড় এলাকার বাসিন্দা মো: শহীদুজ্জামান ভারপ্রাপ্ত স্বরাষ্ট্র সচিব (সুরক্ষা ও সেবা বিভাগ) হিসেবে নিয়োগ পেয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রনালয় তাঁকে নিয়োগ প্রদান করেন।

মো: শহীদুজ্জামান ১৯৮৫ সালে ৭ম বিসিএস (প্রশাসন ক্যাডার) হিসেবে নিয়োগ পান। নিয়োগ পাবার পর তিনি নিষ্ঠা ও সততার সাথে সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বরিশাল বিভাগীয় কমিশনার, ধর্ম মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, সর্বশেষ যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেন।

ভারপ্রাপ্ত স্বরাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় কেএসএম হাইস্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ী অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। উল্লেখ্য মো: শহীদুজ্জামান কৃষি বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল অর্জন করায় গোল্ড মেডেল পেয়েছিলেন।

আমাদের বাণী/আ-আ-হ-মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।