নোয়াখালী সংবাদদাতা;  বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় মাছ ধরা ট্রলার ডুবে তিনজনের জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

জানা যায়,গত তিনদিন আগে হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাট থেকে ১৪ জন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সাগরে যায় একটি মাছধরা ট্রলার। এক পর্যায়ে মঙ্গলবার রাতে প্রবল ঝড়ে ট্রলারটি ভাসানচরের কাছাকাছি চর রাঙ্গুনিয়ায় ডুবে যায়। পরে রাতেই আশপাশের ট্রলারের জেলেরা এসে ১১জন জেলেকে জীবিত ও ৩ জনের লাশ উদ্ধার করে। নিহতরা হলো সূবর্ণচর উপজেলার পূর্ব চর বাটার শুলব দাস (৩৫), একই উপজেলার চর জব্বরের সৌরভ (১৩) এবং হাতিয়া উপজেলার চরকিংএর প্রাণনাথ (৫০)।

হাতিয়া কোস্টগার্ড কমান্ডার বিশ্বজিৎ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ৩ জনের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

আমাদের বাণী ডট কম/১৫ জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।