Shadow

২৪ ঘন্টায় ৫৬ জনসহ মোট ১০৯৮ জনের করোনা শনাক্ত

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

টাঙ্গাইল সংবাদদাতা; টাঙ্গাইল-৮ আসনের (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলামসহ নতুন করে জেলায় ৫৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় সর্বমোট আক্রান্ত ১০৯৮ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে ৫৯৯ জন। মারা গেছে ২১ জন। বাড়িতে ও আইসোলেশনে চিকিৎসাধীন আছে ৪৫৮ জন। নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে ১৭৮টি।

শুক্রবার (১৭ জুলাই) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনের সর্বশেষ (১৭ জুলাই ২০২০)  গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫১জনের মৃত্যু হয়েছে।  একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৪ জন। মোট শনাক্তের সংখ্যা এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৬২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ আট হাজার ৭২৫ জন।

  করোনার সংক্রমণ রোধে মতলব উত্তরে 'ফ্রেন্ডস ফোরাম ’৯৮'

আমাদের বাণী ডট কম/১৭  জুলাই ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •