Shadow

২৪ ঘন্টায় ৭০ জনের করোনা আক্রান্ত, ৭ বছরের শিশুর মৃত্যু

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

বগুড়া সংবাদদাতা; জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই সময়ে সুস্থ হয়েছেন ৪৮ জন এবং মারা গেছেন ৭ দিন বয়সী এক শিশু। আক্রান্তদের মধ্যে পুরুষ ৪৬ জন, নারী ২১ জন ও শিশু ৩ জন।

আজ বুধবার (১৫ জুলাই) বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩৪ জন পজিটিভ এবং টিএমএমএস মেডিকেলে ৬৯টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩৬ জন পজিটিভ।

নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৫০ জন, শাজাহানপুরে ৭ জন, শেরপুরে ৩ জন, গাবতলীতে ৩ জন, শিবগঞ্জ, আদমদীঘি, কাহালু, দুপচাঁচিয়া, সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনটে একজন করে রয়েছেন।

এই নিয়ে বগুড়ায় করোনায় মোট আক্রান্ত ৩৮৭৮ জন। সুস্থ হয়েছেন ১৯৪৪ জন, মারা গেছেন ৭৩ জন। চিকিৎসাধীন রয়েছেন ১৮৬১ জন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ (১৫ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩৩  জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৩৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ  ৯৩ হাজার ৫৯০ জনে আর মোট মারা গেছেন ২ হাজার ৪৫৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৩০৮টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ২টি। শনাক্তের হার ২৫.২৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৬ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫ হাজার ২৩ জন। সুস্থতার হার ৫৪.২৫ শতাংশ। মৃত্যুর হার ১.২৭ শতাংশ। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ২৭ জন ও নারী ছয়জন। এবং এ পর্যন্ত মারা গেছেন পুরুষ ১ হাজার ৯৪০ জন (৭৮.৯৬%) ও নারী ৫১৭ জন (২১.০৪%)।

  ঠাকুরগাওয়ে ধর্ষণে অন্তঃসত্ত্বা ৫ম শ্রেণীর স্কুলছাত্রী

আমাদের বাণী ডট কম/১৫ জুলাই ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •