বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে এমপিও হতে অতিরিক্ত ৪% কর্তনের স্থগিতাদেশ চেয়ে বেসরকারি শিক্ষকদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে রিট করা হয়েছে।

বেসরকারি শিক্ষক কর্মচারীদের কোনোরকম বর্ধিত সুযোগ-সুবিধা না দিয়ে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে তাদের এমপিও হতে অতিরিক্ত ৪% কর্তনের স্থগিতাদেশ চেয়ে সারা দেশ হতে প্রায় দুই শতাধিক বেসরকারি শিক্ষক সুপ্রিম কোর্টে আজ বুধবার (২০ নভেম্বর) একটি রিট করেন।

এই দুই শতাধিক বাদীর পক্ষে মামলা পরিচালনা করবেন শ্রীমঙ্গলের বিপ্লব কান্তি দাস, সিরাজগঞ্জের জিএম শাওন, কমিল্লার কামরুল হাসান ও ময়মনসিংহের তোফায়েল সরকার।

উল্লেখ্য বাদীরা সবাই বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম এর বিভিন্ন স্তরের নেতা-কর্মী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।