ঝালকাঠির নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী ট্রেড শিক্ষক শায়লা পারভিনের বিরুদ্ধে প্রতিষ্ঠানে অনুপস্থিত থেকে এমপিও ভোগের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত অভিযোগ করেছেন।

অভিযোগটি আমলে নিয়ে তা তদন্তের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।

জানা গেছে, ঝালকাঠির নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র মণ্ডল শিক্ষা মন্ত্রণালয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানের সহকারী ট্রেড শিক্ষক শায়লা পারভিন কলেজে অনুপস্থিত থেকে বেতন-ভাতা গ্রহণ করছেন। অভিযোগটি আমলে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এ প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে অভিযোগটি তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অভিযোগটি তদন্ত করে সুস্পষ্ট প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠাতে বলা হয়েছে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।