আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইনসহ বেশ ‍কিছু সচিব অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন। শুধু ডিসেম্বরেই নয় এরপরের মাসগুলোতেও একের পর এক প্রভাবশালী সচিবদের মেয়াদ শেষ হচ্ছে।

তবে তাদের কেউ কেউ তদবিরের জোরে চুক্তিতে থেকে যাচ্ছেন কেউবা সরকারের আস্থাভাজন হিসেবে পাচ্ছেন পুনর্নিয়োগ। তাই আগামীতে যারা অবসরে যাচ্ছেন, তাদের কেউ কেউ তদবিরের জোর কিংবা আস্থাভাজন হিসেবে চুক্তিতে নিয়োগ পেতে পারেন বলে জানা গেছে।

আগামীকাল মঙ্গলবার অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন- প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বেগম জুয়েনা আজিজ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফয়েজ আহম্মদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. রইছউল আলম মণ্ডল।

এছাড়া আগামী ৫ জানুয়ারি অবসরে যাবেন- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক, ৩১ জানুয়ারি ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান আবদুল হান্নান, ১০ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানের নিয়মিত চাকরির মেয়াদ শেষ হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।