বরিশালের আগৈলঝাড়ায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে আরও দু’জন ডেঙ্গু রোগী সনাক্ত করেছেন চিকিৎসকেরা।  উপজেলা ৫০ শয্যা হাসপাতালের ইউএইচএএফপিও (ভারপ্রাপ্ত) ডা. বখতিয়ার আল-মামুন জানান, উপজেলার দক্ষিণ গৈলা গ্রামের ইউসুফ সরদারের ছেলে ইসমাইল (৮) ও আস্কর গ্রামের মনীন্দ্র অধিকারীর ছেলে হৃদয় অধিকারী (২৭) জ্বর নিয়ে ২৮ জুলাই রবিবার বিকেলে হাসপাতালে ভর্তি হয়।

ডা. বখতিয়ার আল-মামুন তাদের প্রাথমিক চিকিৎসা করাতে গিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলে সনাক্ত করেন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সোমবার তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকা থেকে জ্বর নিয়ে উজিরপুর উপজেলার বড়কোঠা গ্রামের আলমগীর বেপারীর ছেলে মামুন বেপারী (২৫) ও হাওলা গ্রামের গৌরাঙ্গ হালদারের ছেলে অজয় হালদার (১৮) ভর্তি হলে তাদের শরীরেও ডেঙ্গু ধরা পরায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছিলেন ডা. বখতিয়ার আল-মামুন। এনিয়ে মোট ৪ জন ডেঙ্গু রোগী সনাক্ত হল।

এ ব্যাপারে ডা. বখতিয়ার আল-মামুন জানান, এডিশ মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়ে থাকে। তবে ডেঙ্গু জ্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। জ্বর হলে আতঙ্কিত না হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণের জন্য আহবাণ জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।