বরিশালের আগৈলঝাড়ায় বিভাগীয় বেবীহোমের আশ্রিত শিশু সিয়ামের আশ্রয় হল পটুয়াখালির কলাপাড়া উপজেলার বাদুরতলী গ্রামের এক নি:সন্তান দম্পতির ঘরে।

বেবীহোমের উপ-তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ জানান, ২০১৫ সালের ১৭ মে পটুয়াখালী সদর হাসপাতালে ভুয়া ঠিকানা লিখে বাবা-মায়ের ফেলে যাওয়া ১৩ দিনের এক নবজাতককে বরিশাল বিভাগীয় বেবীহোম আগৈলঝাড়ায় হস্তান্তর করেন বরিশাল সমাজসেবা অফিস। তার নাম রাখা হয় সিয়াম আবদুল্লাহ। বেবীহোমে বেড়ে ওঠা শিশু সিয়ামের বয়স বর্তমানে প্রায় ৪ বছর। তাকে নেয়ার জন্য পটুয়াখীল জেলার কলাপাড়া উপজেলার বাদুরতলী গ্রামের ২৭ বছরের নি:সন্তান দম্পতি বেসরকারী এনজিও আশা’র ম্যানেজার মো. শহিদুল ইসলাম ও স্ত্রী মহসিনা বেগম শিশু সিয়ামকে চলতি বছরের ১২ ফেব্রুয়ারী আদালতের মাধ্যমে নেয়ার জন্য আবেদন করেন।

বরিশাল জেলা নারী ও শিশু নির্যাতন দমন জজ আদালতের বিচারক গত ২৮ ফেব্রুয়ারী সিয়ামকে নি:সন্তান দম্পতির কাছে হস্তান্তরের নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশের পর গতকাল বুধবার সকালে ওই দম্পতি বরিশাল বিভাগীয় বেবীহোম আগৈলঝাড়া থেকে সিয়াম আবদুল্লাহকে নিতে আসেন।

সিয়াম আবদুল্লাহকে ওই পরিবারের হাতে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, বরিশাল সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম আক্তারুজ্জামান মামুন, সমাজসেবা অধিদপ্তরের মহানগর (প্রবেশন) কর্মকর্তা শ্যামল সেনগুপ্ত, মো. সাজ্জাদ পারভেজ, জেলা সমাজসেবা কর্মকর্তা জাকির আহম্মেদ, মোসা: শামসুন্নাহার, বরিশাল সেফ হোমের উপ-তত্ত্বাবধায়ক ফরিদা ইয়াসমিন, সহকারী শিশু উপ-তত্ত্বাবধায়ক ফারজানা রহমান, বরিশাল বিভাগীয় বেবীহোমের উপ-তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ, আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, জেলা সমাজসেবা কার্যালয়ের উচ্চমান সহকারী মো. বশির আহম্মেদ, স্থানীয় সংবাদকর্মীবৃন্দ প্রমুখ।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।