ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় ৬৭ শিক্ষার্থীকে আজীবন এবং ২২ জনকে সাময়িক বহিষ্কার করেছে ঢাবি প্রশাসন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে প্রক্টর বলেন, ‘দুটি অপরাধে বহিষ্কার করা হয়েছে। একটা হল ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পান্থায় ভর্তি। এর মধ্যে ভর্তি ফাঁস আছে, ডিজিটাল ডিভাইসের ব্যবহার আছে, মাইক্রো চিপস এর ব্যবহার আছে অর্থাৎ অবৈধ পান্থা অবলম্বন করায়। এর মধ্য দিয়ে আমরা আমাদের প্রক্রিয়া কমপ্লিট করেছি।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।